পৃষ্ঠাসমূহ

Wednesday, June 20, 2012

যেকোন লুকানো ফাইল দেখুন/ রিকোভার করুন (১০০ kb)


অনেক সময় ভাইরাস বা মেলওয়্যার এর কারনে ইউ.এস.বি ড্রাইভ / মেমোরি কার্ড সহ অনেক স্থানের ফাইল হাইড হয়ে থাকে । এবং সাদাটে দেখা যায় । হতে পারে অনেক গুরুত্বপূর্ন ফাইল বা ফোল্ডার আক্রান্ত হয়ে আছে।
দুঃশ্চিন্তা না করে এখুনি নিচের লিংক থেকে USB Show ইউটিলিটিটি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ১০৯ কে.বি । ইনষ্টল করার প্রয়োজন নাই। শুধু এক্সট্রাক্ট করে ওপেন করুন। ভাষা পরিবর্তন করতে চাইলে English বাটনে ক্লিক করুন।

এর পর Recover the hide files বাটনে ক্লিক করুন এবং ড্রাইভ / ফোল্ডার সিলেক্ট করে OK করুন ।  কিছুক্ষন পরেই একটা Finish ম্যাসেজ আসলে বুঝতে হবে রিকোভার করা শেষ। এবং আপনার লুকানো ফাইলগুলো দেখতে পারবেন পূর্নরুপে।

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।


No comments:

Post a Comment