পোষ্ট এর শুরুতে
সকলের প্রতি
রইল আমার
আন্তরিক সালাম
ও শুভেচ্ছা। আশাকরি
সকলে মহান
আল্লাহর রহমতে
ভালো আছেন। বর্তমান
ইন্টারনেটের যুগে আমরা ইন্টারনেটের প্রতি
অনেক বেশি
নির্ভরশীল হয়ে পড়েছি। প্রায়
সকল কাজেই
আমাদের ইন্টারনেট
না হলে
চলে না। তেমনি
বর্তমানে ফ্রি
কথা বলার
ক্ষেত্রে স্কাইপি
এর তুলনা
নাই।
স্কাইপি দিয়ে আপনি কলরেকর্ড করতে পারেন? হ্যাঁ অনেকে পারেন আবার অনেকে পারেন না, তাই যারা না পারেন আমি তাদের জন্য একটি সফটওয়ার এর লিংক দিলাম এটি প্রথমে ডাউনলোড করে ইন্সটল করুন প্রথমবার ওপেন করার সময় এটি Skype থেকে অথরাইজেশন চাইবে তা করে দিলেই শুরু করতে পারবেন কল রেকডিং । তাহলে আর দেরী না করে এক্ষুনি
No comments:
Post a Comment