পৃষ্ঠাসমূহ

Tuesday, August 07, 2012

পর্ণ ওয়েবসাইটগুলি বন্ধ করে রাখুন এবং ইসলামের পথে চলুন ।

এলো BDAnti-Porn এর নতুন সংস্করণ 2.5
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺


☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

BornnoLab - এর সকল সফটওয়্যার গুলোর মধ্যে BDAnti-Porn একটি বহুল জনপ্রিয় সফটওয়্যার। BDAnti-Porn 2.3 এরপর 2.5 এর সর্বশেষ সংস্করণ। 2.3 এর বহুল জনপ্রিয়তা পবার কারণে BornnoLab নতুন এই সংস্করণটি উন্মুক্ত করেছে। পূর্ববর্তী সংস্করণের ভুল সমূহ সংশোধন, সমৃদ্ধ ডাটাবেস ও পরিচ্ছন্ন অ্যালগরিদম বিশিষ্ট এই নতুন সংস্করণটি আরও বেশি ভাল হবে বলে আশা করা যাচ্ছে ।

Thursday, August 02, 2012

নকিয়া মোবাইলের কিছু কোড ।




আমরা অধিকাংশ মানুষ নোকিয়া সেট ইউস করে থাকি। আর তাই

আপনাদের

কথা চিন্তা করে আজকে নিয়ে এলাম কিছু প্রয়োজনীয় কোড

আশা করি উপকৃত হবেন ।








↔ নকিয়া ফোনের গোপন কোড:: ↔

Sunday, July 08, 2012

ফটোশপ টিউটোরিয়াল : ফটোশপে সিলেকশন টুল ব্যবহার - ১


ইমেজের নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করা ফটোশপের একটি গুরুত্বপুর্ন কাজ অনেকে বলেন যে নিখুতভাবে নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারে সে ফটোশপে তত দক্ষ কথাটা অনেকটাই সত্যি ঘরের মধ্যে উঠানো কোন ব্যক্তিকে যদি বাগানে দাড়ানো অবস্থায় পেতে চান তাহলে তার পেছনের অংশ (ব্যাকগ্রাউন্ড) সিলেক্ট করে বাদ দিতে হবে সেখানে ব্যবহার করা যাবে পছন্দমত অন্য ইমেজ


সিলেকশনের জন্য ফটোশপে রয়েছে অনেকগুলি টুল। একেকটি একেক ধরনের ইমেজের জন্য সুবিধাজনক। একে একে দেখে নেয়া যাক সেগুলি।
ফটোশপ ওপন করুন এবং একটি ইমেজ ফাইল ওপেন করুন। এখানে বাংলাদেশের জাতিয় সংসদ ভবনের একটি ছবি দেখানো হয়েছে।

Saturday, July 07, 2012

পেনড্রাইভের লুকানো ফাইল দেখুন ।


কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাসের কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় পেনড্রাইভে ফাইল থাকলেও তা অদৃশ্য (হাইড) হয়ে যায়। কিন্তু পেনড্রাইভের Properties-এগেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরিতে জায়গা দখল করে আছে। আবার ফাইলের বদলে ফাইলের শর্টকাট পাওয়া যায়। এ রকম সমস্যায়পড়লে Start থেকে All programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি হুবহু নোটপ্যাডে লিখুন।
attrib -h -r -s /s /d DRIVELETTER:\*.*
DRIVE LETTER:
del *.lnk /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
c:
tree
cls
exit
এখানে শুধু DRIVE LETTER লেখাটি মুছে আপনার কম্পিউটারে পেনড্রাইভের ড্রাইভ লেটারে লিখবেন (যেমন L হলে L: লিখবেন)। মাই কম্পিউটারে ঢুকে ড্রাউভ লেটার কোনটি তা দেখে নিন। নোটপ্যাডের অন্য কোনো হরফ বা চিহ্ন পরিবর্তন করবেন না। এখন File/Save as-এ গিয়ে ফাইলটি Unhide.bat নামে সেভ করুন। খেয়াল করুন, Unhide নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি করা Unhide ফাইলটি ওপেন করুন। Unhide ফাইলটি চালুকরার একটু পর তা স্বয়ংক্রীয়ভাবে বন্ধ হয়েযাবে। এরপর পেনড্রাইভ ওপেন করে দেখুন অদৃশ্য ফাইলগুলো দেখা যাচ্ছে। এটি একই সঙ্গে পেনড্রাইভের ক্ষতিকর autorun.inf ফাইল, exe. এক্সটেনশনের সন্দেহজনক ফাইল এবং শর্টকাট ভাইরাসকে মুছে দেবে।


Monday, July 02, 2012

ফটোশপ টিউটোরিয়াল : ফটোশপ ইন্টারফেস পরিচিতি এবং সাধারন কাজগুল


এডবি ফটোশপ যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে শুরুতে সফটঅয়্যারকে কিছুটা অন্যরকম মনে হবে। মাইক্রোসফটওয়ার্ডের মত সফটঅয়্যার চালু করলে নিজে থেকে নতুন ডকুমেন্ট ওপেন হয় না, টুল-বাটনগুলিও অন্যধরনের। এই বিষয়গুলির সাথে পরিচিত হয়ে নিন।



এখানে স্ক্রিনশট হিসেবে সিএস-৫ ব্যবহার করা হয়েছে। অন্য ভাশর্ন ব্যবহার করলে কিছুটা অন্যরকম দেখা যেতেই পারে, তবে মুল বিষয় একই। কোনটি কি টুল জানার জন্য তার ওপর মাউস পয়েন্টার আনলেই তার নাম দেখা যাবে। এখানে bulbul.jpg নামে একটি ইমেজ ফাইল ওপেন করে দেখানো হয়েছে। 

Saturday, June 30, 2012

ফটোশপ টিউটোরিয়াল : বিটম্যাপ বনাম ভেক্টর, ফটোশপ বনাম ইলাষ্ট্রেটর


ফটোশপ ব্যবহারের আগে প্রয়োজনীয় কিছু তাত্ত্বিক বিষয় জেনে নিন। কম্পিউটারে  যে ইমেজগুলি আমরা দেখে থাকি সেগুলি দুধরনের হয়, বিটম্যাপ এবং ভেক্টর। ফটোশপ কাজ করে বিটম্যাপ ইমেজ নিয়ে অন্যদিকে ইলাষ্ট্রেটর, কোরেল ড্র ইত্যাদি সফটঅয়্যার কাজ করে ভেক্টর নিয়ে। বিটম্যাপকে রঙতুলি দিয়ে আকা ছবি এবং ভেক্টরকে পেনসিলে আকা ছবির সাথে তুলনা করতে পারেন (যদিও পার্থক্য রয়েছে অনেক বিষয়ে)। সরল ভাষায় বিটম্যাপে একটি দাগ দেয়ার পর আপনি সেটা পরিবর্তন করতে পারেন না, ভেক্টরে তাকে বাকানো থেকে শুরু করে সবধরনের পরিবর্তন করা যায়।

ফটোশপ কেন ব্যবহার করবেন ?


ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এডবি ফটোশপকে বলা হয় ইন্ডাষ্ট্রি ষ্ট্যান্ডার্ড। এর ব্যবহার অন্যান্য সফটঅয়্যার থেকে কিছুটা ভিন্ন, যেকারনে অনেকেই কিভাবে শুরু করবেন তা নিয়ে সমস্যায় পড়েন। এমনকি বই পড়ে কিংবা ভিডিও টিউটোরিয়াল ব্যবহারের পরও মনে হয় কোথায় যেন কিছু বাদ পড়ে যাচ্ছে। এবিষয়ে সহায়তা করার জন্য ধারাবাহিকভাবে ফটোশপের টিউটোরিয়াল প্রকাশ করা হচ্ছে। ইন্টারনেটে এধরনের টিউটোরিয়ালের সুবিধে হচ্ছে শিক্ষার্থী অনায়াসে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন। এক শিক্ষার্থী অন্যের সাথে যোগাযোগও করতে পারেন এর মাধ্যমে।
প্রথমে কিছু সাধারন আলোচনা সেরে নেয়া যাক, প্রথম প্রশ্ন। ফটোশপ কেন ব্যবহার করবেন
ফটোশপ কি ? একেবারে সঠিকভাবে না জানলেও মোটামুটি ধারনা রয়েছে সকলেরই। এমনকি কম্পিউটার ব্যবহার করেন না এমন ব্যক্তিরও। এটাই বলে দেয় এর জনপ্রিয়তা কতখানি। এক কথায়, ইমেজ এডিটিং এর ক্ষেত্রে বিশ্বের নং সফটওয়্যার। এই কথায় বিষয়টি পরিস্কার হয় যতটুকু ঘোলাটে হয় তারচেয়ে বেশি। ইমেজ এডিটিং কি জিনিষ ? কে সেকাজ করে ? আমার সেটা প্রয়োজন কেন ? ইত্যাদি ইত্যাদি।

ব্লগে পেইড রিভিউ ব্যবহারের ভালমন্দ


ব্যবসা সফল ব্লগ তৈরী করতে অনেক সময় প্রয়োজন হয়। আকর্ষনীয় বিষয় নিয়ে লিখতে হয়, গুরুত্বপুর্ন তথ্য যোগ করতে হয়, ভিজিটরদের প্রতিক্রিয়া পর্যবেক্ষন করতে হয়। কোন ব্লগের কাজ আসলে কখনো শেষ হয় না, সবসময়ই আরো ভাল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। এরপরও একসময় মনে করা যেতে পারে সেটা স্বয়ংসম্পুর্ন একটি ব্লগ যখন সেখানে যথেস্ট পরিমান ভিজিটর আসতে থাকেন। সন্তোষজনক ভিজিটর পাওয়ার পর ব্লগারের চেষ্টা থাকে তাকে আয়ের জন্য ব্যবহার করার।
ব্লগে বিজ্ঞাপন ব্যবহার করা আয়ের একটি গ্রহনযোগ্য পদ্ধতি। সবসময়ই এটাই একমাত্র পথ না। এমনকি বিশেষ ধরনের ব্লগের জন্য সেটা বেমানানও হতে পারে। অনেক ভিজিটর আদৌ বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন না। প্রয়োজনীয় তথ্য খোজ করেন। এমন অবস্থায় ব্লগ থেকে আয়ের একটি পদ্ধতি পেইড রিভিউ।

Wednesday, June 27, 2012

!এবার ভিডিও চ্যাট করুন আপনার মোবাইল!! !এবার ভিডিও চ্যাট করুন আপনার মোবাইল!! !এবার ভিডিও চ্যাট করুন আপনার মোবাইল!!


আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন ইন্টারনেটে ভিডিও চ্যাট করার জন্য কম্পিউটারে ওয়েবক্যাম থাকতে হয় ভিডিও চ্যাটে কথা বলার পাশাপাশি একে অন্যের ছবি (ভিডিও) দেখার সুযোগ রয়েছে ওয়েবক্যামের মাধ্যমে ধারণ করা ভিডিও অন্য প্রান্তের ব্যবহারকারীর কাছে পৌঁছে যাঁদের ওয়েবক্যাম নেই, তাঁরা মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন নকিয়ার যেসব হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসেবে সিমবিয়ান তিন থেকে সংস্করণ পাঁচ পর্যন্ত ব্যবহার করা হয়েছে, সেসব হ্যান্ডসেটে সুবিধা পাওয়া যাবে সুবিধাটি পাওয়ার জন্যমবিওলা ওয়েবক্যামনামের একটি সফটওয়্যার মোবাইলে ইনস্টল করে নিতে হবে
এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে পিসি থেকে   মোবাইলথেকে কম্পিউটারে ইনস্টল করে মোবাইলের রেজিস্ট্রেশন লাইসেন্স বের করতে হবে জন্য কম্পিউটারে সফটওয়্যারটিরপ্যাচইনস্টল করার পর ইউএসবি কেবল দিয়ে মোবাইলটি কম্পিউটারে সংযুক্ত করতে হবে তাহলে মোবাইল ফোনটিই কম্পিউটার ওয়েবক্যাম হিসেবে দেখাবে ভিডিও চ্যাটিংয়ের সময় মোবাইলের ক্যামেরাও চলতে থাকবে
যাঁরা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সঙ্গে মোবাইল সংযুক্ত করার ঝামেলায় যেতে চান না, তাঁরা ব্লুটুথের মাধ্যমেও কম্পিউটারের সঙ্গে মোবাইল সংযুক্ত করতে পারেন জন্য www.warelex.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে
পিসিহেল্পবুক এর সাথে থাকুন।

Wednesday, June 20, 2012

যেকোন লুকানো ফাইল দেখুন/ রিকোভার করুন (১০০ kb)


অনেক সময় ভাইরাস বা মেলওয়্যার এর কারনে ইউ.এস.বি ড্রাইভ / মেমোরি কার্ড সহ অনেক স্থানের ফাইল হাইড হয়ে থাকে । এবং সাদাটে দেখা যায় । হতে পারে অনেক গুরুত্বপূর্ন ফাইল বা ফোল্ডার আক্রান্ত হয়ে আছে।
দুঃশ্চিন্তা না করে এখুনি নিচের লিংক থেকে USB Show ইউটিলিটিটি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ১০৯ কে.বি । ইনষ্টল করার প্রয়োজন নাই। শুধু এক্সট্রাক্ট করে ওপেন করুন। ভাষা পরিবর্তন করতে চাইলে English বাটনে ক্লিক করুন।

এর পর Recover the hide files বাটনে ক্লিক করুন এবং ড্রাইভ / ফোল্ডার সিলেক্ট করে OK করুন ।  কিছুক্ষন পরেই একটা Finish ম্যাসেজ আসলে বুঝতে হবে রিকোভার করা শেষ। এবং আপনার লুকানো ফাইলগুলো দেখতে পারবেন পূর্নরুপে।

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।


কম্পিউটার এর যত ময়লা পরিস্কার করুন এক ক্লিকে !


বিসমিল্লাহির রাহমানির রাহীম , কেমন আছেন সবাই , আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন ।আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনি সহজে কম্পিউটার যত অদরকারী ফাইল আছে তা ডিলেট করতে পারবেন । সফটওয়্যার টি আমাদের একজন বাঙ্গালী ভাই বানিয়েছে । আমি এটি একটি ব্লগ থেকে পেয়েছি অনেক দিন আগে । তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি । সফটওয়্যার টির নাম হল ঝাড়ুদার । এটির ইউ,এস,বি অপশন এ Remove Write Protetion রয়েছে ।

সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Monday, June 18, 2012

এডসেন্স পাননি? একটু এইখানে দেখেন তো।


সালাম শুভেচ্ছা নিবেন, কেমন আছেন? আপনারা যারা অনলাইনে ব্লগিং করেন তদের অনেকের goole adsense account আছে আবার অনেকে পান নাই যারা পান নাই তারা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আবার যারা পেয়েছেন তারা সঠিক গাইড লাইনের অভাবে google adsense থেকে ভাল টাকা ইনকাম করতে পারেন না আবার যারা Google Adsense নতুন তারা সটিক গাইড নাইন পায় না যাই হোক আজ আমি আপনাদের জন্য google adsense এর সম্পকে একটি ইবুক দিব আসাকরি বইটি আপনাদের অনেক উপকারে আসবে বইটির নাম Google AdSense Secrets 5.0 MMO চলুন বইটি একটি ছবি দেখেনেই

জেনে নিন নোকিয়া মোবাইলের কিচু গুপন তথ্য।


আসসালামু আলাইকুম  পিসি হেল্পবুক ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম কিছু নকিয়ার গোপন কোড নাম্বারএই কোড নাম্বার থেকে আপনি জানতে পারবেন আপনার নকিয়া ফোনের গোপন তথ্যআশা করি কাজে লাগবেনিম্নে কোড এবং তাহার বিস্তারিত বর্ননা করা হল

Friday, June 15, 2012

আপনার কম্পিউটার এখন থেকে কথা বলবে বাংলায়!

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হাঁ যা বলছিলাম, এখন থেকে আপনার কম্পিউটার বাংলায় কথা বলবে। ভাবছেন কি ভাবে?আসুন দেখে নেই ভয়েস গুলো :
. কোন ইরোর ম্যাসেজ আসলে বলবেঃ বস সমস্যা আছে
. ইউএসবি প্রবেশ করালে বলবেঃ বস ইউএসবি পাইছে, ভাইরাস চেক করে নেন
. ইউএসবি আউট করলে বলবেঃ বস ইউএসবি খুললেন
. কম্পিউটার অফ আউট করলে বলবেঃ আমি কিছুক্ষণের জন্য বন্ধ হচ্ছি
. কম্পিউটার লগ অন করলে বলবেঃ আমি আবারো খুলছি
ইত্যাদি আরো ভয়েস রয়েছে যেগুলো কমান্ড দেওয়ার সময় বলবে
এখান থেকে ডাউনলোড করুন
যেভাবে ইন্সটল করবেনঃ