পৃষ্ঠাসমূহ

Wednesday, January 13, 2016

দেখুন নির্মাতা মাইদুল ইসলাম লিপু'র অসাধারণ একটি শর্টফিল্ম 'পতাকা'

এমন একটি আইডিয়া বদলে দিতে পারে আমাদের চিন্তাধারা।

এখানে দেখুন শর্টফিল্ম নির্মাতা মাইদুল ইসলাম লিপু'র শর্টফিল্ম 'পতাকা'


দেখে নিশ্চই ভালো লেগেছে? তাহলে শেয়ার করতে আর দেরি কেন? শেয়ার করুন। আপনার বন্ধুদের ও অন্যদেরও দেখার সুযোগ করে দিন। 

Monday, December 07, 2015

নিয়ে নিন Payoneer Debit Master Card সম্পুর্ন ফ্রীতে $25 Bonus সহ!



সকল freelancer দের একটা অন্যতম একটা সমস্যা আমি আমার Payoneer Master Card পাই না ভাই কি করবো ?
কারও নাকি তিন চার মাসেও কার্ড হাতে পায় না . ।
কিছুদিন আগে আমি আমার বন্ধুর কার্ড টা পাইলাম মাত্র ২২ দিনের মধ্যে।
তাতে খরচ হইছে মাত্র ১০০ টাকা ।।
১০০ টাকা ডাক পিয়ন চাচা কে দিতে হয়েছে ।।
যাই হোক ভাই ও বন্ধুরা আমি আপনাদেরকে ১ মাসের মধ্যে সম্পূর্ণ নিজ দায়িত্তের আপনার কার্ড আপনাকে পৌঁছাইয়া দিব ।( সার্ভিস চার্জ মাত্র ১০০ টাকা মানে ডাক পিয়ন চাচা কে দিতে হবে)
।।


ভাবচেন আমার লাভ টা কি??
AFFILIATE BONUS হিসাবে আমাকে পেয়নিয়ার $25 দিবে এবং আপনাকেও দিবে $25 । তবে তখনই পাবেন যখন আপনি $100 লোড করবেন।
যাই হোক আপনারা নিজেরাও চাইলে ট্রাই করতে পারেন। এই হল লিঙ্ক টাঃ  https://goo.gl/EwXV6a অথবা এখানে ক্লিক করুন
বিঃদ্রঃ- আমার এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি সাইন-আপ করেন তাহলে আপনি যখন আপনার একাউন্টে $100 লোড করবেন তখন $25 বোনাস পাবেন। এই লিঙ্ক ছাড়া সাইন-আপ করলে পেয়নিয়ারের annual free হিসেবে $29.95 কেটে নিয়ে যাবে। কিন্তু আমার লিঙ্কের মাধ্যমে একাউন্ট করলে খরচ হবে মাত্র $4.95.

যা যা লাগবে তা হলো শুধু মাত্র যে কারো
ভোটার আই ডি কার্ডের স্কান কপি।
এ্যাপলিকেশন করার ৪-৭ দিন পরে আপনার ইমেলে
একটা মেইল আসবে ভোটার আইডির স্কান কপি দিয়ে
ভেরিফাইর জন্য তখন আপনি আপনার ইমেল এ ক্লিক
করে তা আপলোট দিয়ে দিন।
কার্ড হাতে পাওয়ার পরে আপনি আপনার পেওনিয়ার
একাউন্টে লগিং করে Active এ ক্লিক করে কার্ডে
থাকা number টা দিন এবং password দিন যেটা দিয়ে
বুথ থেকে টাকা উটানোর সময় দিতে হবে। Master card
আবেদনের সময় সকল স্টেপ গুলো স্কীন শর্ট দিয়ে
রাখুন আপনার সুবিধার জন্য ।

দরকারে আমাকে ইনবক্স করতে পারেন।
ভালো লাগলে পোস্ট টা শেয়ার করতে পারেন ।
ধন্যবাদ ।।



Sign up here to get Payoneer Debit Master card for completely free. You can withdraw your freelancing money from any online marketplace with this master card. If you sign up with my link then you'll get $25 BONUS from Payoneer when you load minimum $100 to your payoneer account. Otherwise you'll be charged full annual fee $29.95 of Payoneer when you load $100.


Here is the link: https://goo.gl/EwXV6a or click here Thanks
 

Sunday, August 04, 2013

IDM (Internet Download Maneger) এ ফেইল্ড হওয়া ভিডিও ওপেন করুন


ধরুন আপনি IDM(internet download manager) দিএ ভিডিও Download দিচ্চ্চেন হঠাৎ  ৯৯% এ

গিয়ে Download ফেল্ড হয়ে  গেলো তখন আপ্নের মনের অবস্তা কি হবে জদি রিসুম  না থাকে

তো আপনি আনকমপ্লিট  ভিডিও কি ভাবে ওপেন করবেন তা আমি আপ্নাদের আয শিখাব

স্টেপ-১** মনে করেন আপ্নের নামে ভিডিও টি ফেল্ড হয়েছে ৫.৬৩% এ

তৈরি করুন একটি নকল ভাইরাস ও চমকে দিন আপনার বন্ধুকে

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে একটি নকল ভাইরাস তৈরি করতে হয়। তাহলে নকল ভাইরাস তৈরি করে আপনার বন্ধুকে চমকে দেবার জন্য সবাই প্রস্তুত হোন।

প্রথমে আপনার বন্ধুর Computer-এ Notepad ওপেন করুন। তারপর নিচের দেওয়া কোড Copy করে Notepad-এ Paste করুন।

X=MsgBox("Error while opening. Do you want to fix this problem?",4+64,"My computer")

X=MsgBox("This problem can not be fixed !",0+48,"Virus My computer")

X=MsgBox("Virus Detected on Your Computer ! Do you want to Scan your PC ?",3+16,"Virus Alert")

X=MsgBox("Access Denied ! Virus is Activated !",2+16,"Virus Alert")

X=MsgBox("Virus is Copying Your Passwords...!",2+48,"Virus is Activated")

X=MsgBox("Sending Your Passwords to Hackers",2+16,"Virus is Activated")

X=MsgBox("Deleting System Files...",2+16,"Virus is imstalled on Your System")

X=MsgBox("A harmful Virus is deleting your files. Do you want to stop this?",4+32,"Windows Defender")

X=MsgBox("Access Denied ! Your Computer is infected",0+16,"Virus Alert")

X=MsgBox("You can not access your computer anymore !",2+16,"Your Computer is Hacked")

X=MsgBox("HA HA HA.... Just kiding",0+64,"There is ni Virus")

X=MsgBox("Have a nice day ! Bye",0+48,"Bye Bye")

Paste করার পর ডেক্সটপএ সেভ করুন Anyname.vbs

Tuesday, August 07, 2012

পর্ণ ওয়েবসাইটগুলি বন্ধ করে রাখুন এবং ইসলামের পথে চলুন ।

এলো BDAnti-Porn এর নতুন সংস্করণ 2.5
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺


☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

BornnoLab - এর সকল সফটওয়্যার গুলোর মধ্যে BDAnti-Porn একটি বহুল জনপ্রিয় সফটওয়্যার। BDAnti-Porn 2.3 এরপর 2.5 এর সর্বশেষ সংস্করণ। 2.3 এর বহুল জনপ্রিয়তা পবার কারণে BornnoLab নতুন এই সংস্করণটি উন্মুক্ত করেছে। পূর্ববর্তী সংস্করণের ভুল সমূহ সংশোধন, সমৃদ্ধ ডাটাবেস ও পরিচ্ছন্ন অ্যালগরিদম বিশিষ্ট এই নতুন সংস্করণটি আরও বেশি ভাল হবে বলে আশা করা যাচ্ছে ।

Thursday, August 02, 2012

নকিয়া মোবাইলের কিছু কোড ।




আমরা অধিকাংশ মানুষ নোকিয়া সেট ইউস করে থাকি। আর তাই

আপনাদের

কথা চিন্তা করে আজকে নিয়ে এলাম কিছু প্রয়োজনীয় কোড

আশা করি উপকৃত হবেন ।








↔ নকিয়া ফোনের গোপন কোড:: ↔

Sunday, July 08, 2012

ফটোশপ টিউটোরিয়াল : ফটোশপে সিলেকশন টুল ব্যবহার - ১


ইমেজের নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করা ফটোশপের একটি গুরুত্বপুর্ন কাজ অনেকে বলেন যে নিখুতভাবে নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারে সে ফটোশপে তত দক্ষ কথাটা অনেকটাই সত্যি ঘরের মধ্যে উঠানো কোন ব্যক্তিকে যদি বাগানে দাড়ানো অবস্থায় পেতে চান তাহলে তার পেছনের অংশ (ব্যাকগ্রাউন্ড) সিলেক্ট করে বাদ দিতে হবে সেখানে ব্যবহার করা যাবে পছন্দমত অন্য ইমেজ


সিলেকশনের জন্য ফটোশপে রয়েছে অনেকগুলি টুল। একেকটি একেক ধরনের ইমেজের জন্য সুবিধাজনক। একে একে দেখে নেয়া যাক সেগুলি।
ফটোশপ ওপন করুন এবং একটি ইমেজ ফাইল ওপেন করুন। এখানে বাংলাদেশের জাতিয় সংসদ ভবনের একটি ছবি দেখানো হয়েছে।

Saturday, July 07, 2012

পেনড্রাইভের লুকানো ফাইল দেখুন ।


কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাসের কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় পেনড্রাইভে ফাইল থাকলেও তা অদৃশ্য (হাইড) হয়ে যায়। কিন্তু পেনড্রাইভের Properties-এগেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরিতে জায়গা দখল করে আছে। আবার ফাইলের বদলে ফাইলের শর্টকাট পাওয়া যায়। এ রকম সমস্যায়পড়লে Start থেকে All programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি হুবহু নোটপ্যাডে লিখুন।
attrib -h -r -s /s /d DRIVELETTER:\*.*
DRIVE LETTER:
del *.lnk /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
c:
tree
cls
exit
এখানে শুধু DRIVE LETTER লেখাটি মুছে আপনার কম্পিউটারে পেনড্রাইভের ড্রাইভ লেটারে লিখবেন (যেমন L হলে L: লিখবেন)। মাই কম্পিউটারে ঢুকে ড্রাউভ লেটার কোনটি তা দেখে নিন। নোটপ্যাডের অন্য কোনো হরফ বা চিহ্ন পরিবর্তন করবেন না। এখন File/Save as-এ গিয়ে ফাইলটি Unhide.bat নামে সেভ করুন। খেয়াল করুন, Unhide নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি করা Unhide ফাইলটি ওপেন করুন। Unhide ফাইলটি চালুকরার একটু পর তা স্বয়ংক্রীয়ভাবে বন্ধ হয়েযাবে। এরপর পেনড্রাইভ ওপেন করে দেখুন অদৃশ্য ফাইলগুলো দেখা যাচ্ছে। এটি একই সঙ্গে পেনড্রাইভের ক্ষতিকর autorun.inf ফাইল, exe. এক্সটেনশনের সন্দেহজনক ফাইল এবং শর্টকাট ভাইরাসকে মুছে দেবে।