পৃষ্ঠাসমূহ

Thursday, May 31, 2012

কম্পিউটার ভাল রাখার কিছু টিপস/রুটিন

ছোট বেলায় আমরা পড়ার টেবিলের সামনে রুটিং রেখে দিতাম। রুটিং অনুযায়ী সময় ভাগ করে বিভিন্ন বিষয় পড়াশোনা করতাম। কম্পিউটারেও কিছু কাজ রুটিং মাফিক করা উচিৎ। এতে আপনার কম্পিউটার যেমন ঠিকভাবে সব কাজ সম্পাদন করবে তেমনি স্পিডও পাবেন সবসময়।
আসুন তাহলে আমরা জানি যে, ‍রুটিং প্রিভেন্টিভ বা নিয়মিত প্রতিরক্ষামূলক রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়: